• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

চাঁদের মাটির ছবি পাঠাল ভারতের চন্দ্রযান–৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৫:০০ পিএম
চাঁদের মাটির ছবি পাঠাল ভারতের চন্দ্রযান–৩
চন্দ্রযান-৩ এর পাঠানো চাঁদের মাটির এই ছবি প্রকাশ করে ইসরো।

পৃথিবীতে প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের কক্ষপথে পৌঁছানোর পর মহাকাশযানটির পাঠানো সেই ছবি টুইট করছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (আইএসআরও বা ইসরো)।

চদ্রযানটির পাঠানো সেই ছবিতে চন্দ্রপৃষ্ঠের এবড়োখেবড়ো অংশ ধরা পড়েছে। এর আগে ৫ আগস্ট শনিবার ভারতীয় সময় সন্ধ্যায় চাঁদের কক্ষপথে পৌঁছায় চন্দ্রযান-৩।

চন্দ্রযানটি চাঁদের কক্ষপথে সফলভাবে পৌঁছানোর পর ইসরো এক বিবৃতিতে জানায়, ৫ আগস্ট সন্ধ্যা ৭টা ১২ মিনিটে মহাকাশযানটিকে চাঁদের কক্ষপথে পৌঁছানোর প্রক্রিয়া শুরু হয়। মোট ১ হাজার ৮৩৫ সেকেন্ডের চেষ্টায় তা সফল হয়।

সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নভোযানটি উৎক্ষেপণ করে।

প্রসঙ্গত, গত ১৪ জুলাই অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটায় অবস্থিত সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে এই নভোযানটি উৎক্ষেপণ করা হয়।

রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীন চন্দ্রপৃষ্ঠে নভোযান অবতরণ করিয়েছে। চন্দ্রযান-৩ সফল হলে ভারত হবে এ তালিকার চতুর্থ দেশ।

চন্দ্রযান–৩ উৎক্ষেপণের পর ইসরো জানিয়েছিল, মহাকাশযানটি পৃথিবী থেকে চন্দ্রপৃষ্ঠে পৌঁছাতে এক মাসের মতো সময় লাগতে পারে। সবকিছু ঠিক থাকলে এটি ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে।

 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!