• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

‘আমি খুব আত্মবিশ্বাসী’, ভোট দিয়ে বললেন ট্রাম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৫, ২০২৪, ১১:২৫ পিএম
‘আমি খুব আত্মবিশ্বাসী’, ভোট দিয়ে বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট দিয়েছেন।

মঙ্গলবার (৫ নভেম্বর) স্ত্রী মেলানিয়া ট্রাম্পসহ তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের এক কেন্দ্রে ভোট দেন।

খবর সিএনএন।

গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ‘খুব আত্মবিশ্বাসী’। তার দাবি, এমনকি তার কাছাকাছি ভোটও কেউ পাবে না।

ফলাফল ঘোষণায় বিলম্ব নিয়ে এ সময় তিনি হতাশা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, “আমি খুব আত্মবিশ্বাসী বোধ করছি। আমি শুনেছি, আমরা সব জায়গায় খুব ভালো করছি।”

তিনটি প্রচারণার মধ্যে এটি ছিল ‍‍`সেরা‍‍`, যোগ করেন তিনি।

দ্রুত নির্বাচনের উদাহরণ হিসেবে তিনি ফরাসি নির্বাচনকে উদ্ধৃত করেন। ট্রাম্প বলেন, “তারা সব অর্থ মেশিনে ব্যয় করেছে।”

কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি দেখে খুব ‘সম্মানিত’ বোধ করছেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।
 

Link copied!