গত শনিবার ইসরায়লে হামাসের আকস্মিক হামলার পর থেকে গাজা উপত্যকায় নির্বিচার বোমা বর্ষণ করে চলেছে ইসরায়েলি বিমান বাহিনী। এতে ৬১৪ শিশুসহ নিহত হয়েছে ১৯০০ ফিলিস্তিনি। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ উপত্যকাটি পরিণত যেন নরককুণ্ডে।
ইসরায়েলের প্রধানমন্ত্রী দেশটির সেনাবাহিনীকে গাজায় স্থল অভিযানের নির্দেশ দেন। তিন লাখ রিজার্ভ সেনাসহ উপত্যকার চারদিক ঘিরে ফেলে স্থল অভিযান শুরু করতে গিয়ে হোচট খেয়েছে ইসরায়েলি বাহিনী।
ইসরায়েলি বাহিনীকে ঘায়েল করতে হামাস যোদ্ধারা সীমান্তজুড়ে পুঁতে রাখে বোমা ও মাইন। গাজায় স্থল অভিযান চালাতে গিয়ে গোপন এই বিস্ফোরকের ফাঁদে কুপোকাত হচ্ছে ইসরায়েলি সেনারা। এই খবর জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা।
সীমান্তে কাঁটাতারের পাশে অভিনব কায়দায় এমন এক বিস্ফোরক রাখার ভিডিও প্রকাশ পেয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এতে দেখা যায়, কাঁটাতারের কাছে পুঁতে রাখা হয়েছে ফিলিস্তিনের একটি পতাকা। সেই পতাকাটি ফেলে দিতে ইসরায়েলি এক সেনা এগিয়ে যায় সেটির দিকে। বেশ কিছু সময় পর্যবেক্ষণের পর সেটি তুলে নিয়ে সহকর্মীদের কাছে এগিয়ে যান তিনি। পরে লাঠিসহ পতাকাটি মাটিতে রাখার সঙ্গে সঙ্গেই ব্যাপক বিস্ফোরণ হয়। মূলত, পতাকার স্ট্যান্ডটিই ছিল একটি আস্ত বোমা। অবশ্য সেখানে থাকা পাঁচ সেনাদের সবাই নিহত হয়েছেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি।