• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২ আহত ৬


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩, ০৪:১৮ পিএম
বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলা, নিহত ২ আহত ৬
প্রতীকী ছবি

কানাডার অটোয়ায় বিয়ের অনুষ্ঠানে বন্দুক হামলায় অন্তত দুই ব্যক্তি নিহত ও ৬ জন আহত হয়েছেন।

জানা যায়, একটি বিয়ের অভ্যর্থনা অনুষ্ঠানে বন্দুকধারী অতর্কিত হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় শনিবার রাতে অটোয়ার দক্ষিণ প্রান্তের একটি কনভেনশন হলের পার্কিংয়ে এ ঘটনা ঘটে। খবর সিবিসি’র।

নিহতরা হলেন- ২৬ বছর বয়সী সাইদ মোহাম্মদ আলী এবং ২৯ বছর বয়সী আবদিশাকুর আবদি-দাহির। তারা দুজনেই টরন্টোর বাসিন্দা।

রোববার বিকেল পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি এবং কোনো সন্দেহভাজন হামলাকারীর বিষয়েও তথ্য প্রকাশ করেনি।

পুলিশ জানিয়েছে, আহত ছয়জনের মধ্যে কয়েকজন মার্কিন নাগরিকও রয়েছে। তারা নিরাপদে আছে। তবে আহতদের পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।

দেশটির সরকার বলছে, সাম্প্রতিক বছরগুলোতে কানাডায় বন্দুক হামলাসহ সশস্ত্র সহিংসতা বেড়ে গেছে। ২০০৯ সাল থেকে দেশটিতে সহিংস বন্দুক হামলা ৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!