হৃদরোগে আক্রান্ত হয়ে চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। শুক্রবার (২৭ অক্টোবর) চীনা বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ গণমাধ্যমটি জানায়, শুক্রবার ভোরে সাংহাইতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান লি কেকিয়াং।
২০১৩ সালে চীনের প্রধানমন্ত্রী হন লি কেকিয়াং। এরপর থেকে ২০২৩ সালের মার্চ মাস পর্যন্ত ১০ বছর দায়িত্ব পালন করেন তিনি। পরে তার স্থলাভিষিক্ত হন লি কিয়াং।
লি কেকিয়াংকে চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হয়েছিল। যদিও ২০১২ সালে সেই জায়গায় বেছে নেওয়া হয় শি জিনপিংকে।
লি কেকিয়াংয়ের বাবা ছিলেন আনহুই প্রদেশের স্থানীয় একজন সরকারি কর্মকর্তা। কমিউনিস্ট ইয়ুথ লিগে নিজের সম্পৃক্ততার মাধ্যমে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে উঠে এসেছিলেন লি।
১৯৯৮ সালের মধ্যে হেনানের ঘনবসতিপূর্ণ কেন্দ্রীয় প্রদেশের গভর্নর হন লি কেকিয়াং। তিনি ছিলেন চীনের সর্বকনিষ্ঠ গভর্নর। পরে দলের সেক্রেটারি হন।