• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

হামাসের হামলা নিয়ে ইসরায়েলকে আগেই সতর্ক করেছিল মিসর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৩, ১১:৫৮ এএম
হামাসের হামলা নিয়ে ইসরায়েলকে আগেই সতর্ক করেছিল মিসর
ইসরায়েলি ভূখণ্ডে ২০ মিনিটে ৮ হাজার রকেট হামলা চালায় হামাস

হামাসের হামলার তিন দিন আগেই ইসরায়েলকে এ বিষয়ে সতর্ক করেছিল মিসর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান মাইকেল ম্যাককল এ কথা জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ-সংক্রান্ত প্রতিবেদনগুলোকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে অভিহিত করেছেন।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, বুধবার মধ্যপ্রাচ্য সংকট নিয়ে আইনপ্রণেতাদের সঙ্গে কথা বলেন মাইকেল ম্যাককল। এ সময় তিনি বলেন, “আমরা জানি, মিসর তিন দিন আগেই ইসরায়েলকে বলেছিল যে এমন ঘটনা ঘটতে পারে। আমি এ ব্যাপারে বিস্তারিত বলতে চাই না, তবে সতর্কবার্তা দেওয়া হয়েছিল “

এদিকে মিসরের এক গোয়েন্দা কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানান, চলতি সপ্তাহে কায়রোর পক্ষ থেকে একাধিকবার ইসরায়েলকে সতর্ক করে বলা হয়েছিল যে গাজা থেকে ‘বড় কিছু’ ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা গাজার হুমকিকে গুরুত্ব দেননি।

এদিকে এমন দাবিকে সম্পূর্ণ ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। তিনি বলেন, ইসরায়েল এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো সতর্কবার্তা পায়নি।

শনিবার (৭ অক্টোবর) ইসরায়েলের ভূখণ্ডে ওই দিন নজিরবিহীন রকেট হামলা চালায় হামাস। সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকে পড়েন হামাসের যোদ্ধারা। শুরুতে হতবাক হলেও দ্রুত পাল্টা জবাব দেয় ইসরায়েল।

Link copied!