• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২২, ০৮:৫০ এএম
বিশ্বজুড়ে করোনায় মৃত্যু কমছে

বিশ্বজুড়ে আবারও চড়াও হচ্ছে করোনা মহামারি। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা এখনও শূন্যতে পৌঁছায়নি। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা প্রতিনিয়তই ঘটছে। কখনও এর সংখ্যা কমছে, তো কখনও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা কিছুটা কমেছে বলে জানিয়েছে ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস।

ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ নভেম্বর) সকাল পর্য়ন্ত গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৭৫ জনের। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় ৩ শতাধিক। যা নিয়ে বিশ্বজুড়ে মোট মৃতের সংখ্যা পৌঁছেছে ৬৬ লাখ ৩২ হাজার ২৫১ জনে।

আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৩ হাজার ৫১৭ জন। অর্থাৎ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ৬০ হাজারের বেশি। যা নিয়ে বিশ্বজুড়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬৪ কোটি ৪৭ লাখ ১৭ হাজার ৬৮০ জনে।

Link copied!