• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

দক্ষিণ আফ্রিকায় ভবনে আগুন, নিহত ৭৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৩, ১২:৪৮ পিএম
দক্ষিণ আফ্রিকায় ভবনে আগুন, নিহত ৭৩
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে এক আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ৭৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনের অধিক। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

শহর কর্তৃপক্ষ জানিয়েছে, মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। উদ্ধারকর্মীরা প্রত্যেক তলায় গিয়ে খোঁজ চালাচ্ছেন। 

দেশটির ইমার্জেন্সি সার্ভিস বিবিসিকে জানিয়েছে, বৃহস্পতিবার (৩১ আগস্ট) জোহানেসবার্গ শহরের কেন্দ্রে এক পাঁচ তলা ভবনে স্থানীয় সময় দিবাগত রাত ১টা ৩০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। 

দেশটির ইমার্জেন্সি সার্ভিসের মুখপাত্র রবার্ট মুলাউদজি বিবিসিকে বলেন, “দমকলকর্মীরা কিছু বাসিন্দাকে ভবন থেকে বের করে আনতে পেরেছেন। আগুনে ভবনটি পুড়ে গেছে। আহতদের খোঁজে তল্লাশি অব্যাহত রয়েছে।”

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, যে ভবনে আগুন লেগেছে তা ‘হাইজ্যাকড বিল্ডিং’ নামে পরিচিত। দক্ষিণ আফ্রিকায় হ্যাইজ্যাকড ভবন সেগুলোকে বলা হয়, যেগুলো অবৈধভাবে  গৃহহীনরা দখল করে নেয়। যার মধ্যে অবিবাসীরাও রয়েছে। ভবনটির অবৈধ বাসিন্দারা ভেতরে নিজেদের মতো খুপরী তৈরি করে নিয়েছিলেন। যেগুলো থেকে তারা আগুন লাগার বের হতে পারেননি। আর এসব খুপরীর কারণেই আগুন এত ভয়াবহ হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ওই ভবনের বাসিন্দাদের অধিকাংশই আফ্রিকার অভিবাসী। যাদের বেশিরভাগ অবৈধভাবে বাস করছিলেন।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!