• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

হাওয়াই যাওয়ার সিদ্ধান্ত বাইডেনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৩, ১১:১৮ এএম
হাওয়াই যাওয়ার সিদ্ধান্ত বাইডেনের
জো বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দাবানল আক্রান্ত হাওয়াই অঙ্গরাজ্যে পরিদর্শনে যাবেন। দাবানলের পর বাইডেনের প্রতিক্রিয়া নিয়ে সমালোচনার মুখে এ কথা জানালেন তিনি। সফরে তার সাথে ফার্স্ট লেডি জিল বাইডেনও থাকবেন বলে জানা যায় বিবিসির এক প্রতিবেদনে।

এর আগে হাওয়াইয়ের মানুষ ফেডারেল গভর্মেন্টের সহায়তার ধীরগতি নিয়ে অভিযোগ করেন। দাবানলে মৃত্যুর মিছিল লম্বা হওয়া নিয়ে ডেলাওয়ারে সফররত বাইডেনকে প্রশ্ন করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ফলে তাকে সমালোচনার মুখে পড়তে হতে হয়।

মঙ্গলবার (১৫ আগস্ট) মার্কিন প্রেসিডেন্ট জানান, হাওয়াইয়ের মানুষের যা প্রয়োজন তার সবকিছু তিনি করতে চান।

বাইডেন আরও বলেন, “আমি এখনো হাওয়াই পরিদর্শনে যাইনি, কারণ তাতে উদ্ধার অভিযান ব্যাহত হতে পারত। আমি নিশ্চিত হতে চাই যাতে আমরা চলমান উদ্ধার অভিযানে কোনো সমস্যা তৈরি না করি।”

বাইডেন মাউইয়ের আক্রান্ত মানুষদের প্রয়োজনীয় সবকিছু পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। তিনি জানান, যত দিন প্রয়োজন হবে এই সহায়তা চলবে।

ইতিমধ্যে হাওয়াই দাবানলে মৃতের সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ১ হাজার ৩০০ মানুষ।

Link copied!