• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ৮ জ্বিলকদ ১৪৪৫

ন্যাটো সম্মেলনের প্রস্তুতি নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বাইডেনের আলোচনা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ৫, ২০২৩, ১০:১৭ এএম
ন্যাটো সম্মেলনের প্রস্তুতি নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বাইডেনের আলোচনা

লিথুনিয়ার রাজধানী ভিলনিয়াসে ১১-১২ জুলাই অনুষ্ঠিত হবে পশ্চিমা সামরিক জোটে ন্যাটোর সম্মেলন। সম্মেলনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজের সঙ্গে কথা বলেছেন।

বুধবার (৫ জুলাই) আনাদোলু নিউজ এজেন্সি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

হোয়াইট হাউস জানিয়েছে, সম্মেলনে নেতারা সামরিক জোট ন্যাটোকে শক্তিশালী করার উপায়সহ যেসব বিষয় নিয়ে আলোচনা করবেন সেসব বিষয় পর্যালোচনা করেন বাইডেন-শলৎজ।

শলৎজ অবিলম্বে ন্যাটোতে যোগ দেওয়ার ইউক্রেনের পরিকল্পনার বিরোধিতা করে স্পষ্ট ভাষায় বলেছেন, “কোনো দেশ যুদ্ধে জড়িত থাকা অবস্থায় ন্যাটো জোটের সদস্য হতে পারে না।”

তিনি বলেন, “ন্যাটো সদস্যপদ লাভে অন্যমত শর্ত হল, উন্মুক্ত সীমান্তে কোনো সংঘাত থাকবে না।”

রাশিয়া হামলা চালিয়ে ইউক্রেনের ৪টি অঞ্চল দখল করে নেওয়ার পর গত সেপ্টেম্বরে ইউক্রেন আনুষ্ঠানিকভাবে ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য আবেদন জানায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ভিলনিয়াস সম্মেলন থেকে কিয়েভকে এমন একটি পরিষ্কার ও বোধগম্য আভাস দেওয়া হবে যে, যুদ্ধের পর ইউক্রেন ন্যাটোর সমমর্যাদা সম্পন্ন সদস্যপদ লাভ করবে।

Link copied!