• ঢাকা
  • বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ২ পৌষ ১৪৩২, ২৫ জমাদিউস সানি ১৪৪৭

এবার দামেস্কে ইরানি দূতাবাসে হামলা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৪:১৬ পিএম
এবার দামেস্কে ইরানি দূতাবাসে হামলা
দামেস্কের ইরানি দূতাবাস। ছবি : সংগৃহীত

সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানের দূতাবাসে হামলা চালানো হয়েছে। দামেস্ক শহর বিদ্রোহীদের দখলে যাওয়ার পর এই হামলা চালানো হয়।

রোববার (৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভি।

এদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দূতাবাসে ক্ষতির চিত্র এবং ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার কাসেম সোলাইমানির ছেঁড়া পোস্টার দেখা গেছে। সোলাইমানি সিরিয়ার আসাদ সরকারের সমর্থনে ইরান-সমর্থিত মিলিশিয়া গোষ্ঠী তৈরি করেছিলেন। ২০২০ সালে বাগদাদ বিমানবন্দরে এক মার্কিন বিমান হামলায় তিনি নিহত হন।

আসাদ সরকারের পতনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ইরানের দীর্ঘদিনের সমর্থন কাঠামো ভেঙে পড়ছে।

এ বিষয়ে মার্কিন এক কর্মকর্তা সিএনএনকে জানান, সিরিয়ায় বিদ্রোহীদের বিজয়ে মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের কৃত্রিম প্রভাব ধ্বংস হয়েছে।  

গত ১৪ মাসে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে ইরানের দুই গুরুত্বপূর্ণ সহযোগী হিজবুল্লাহ ও হামাস বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে। সিরিয়ায় আসাদের পতনের ফলে ইরান তাদের আরেক প্রধান মিত্র হারাল।

এদিকে আসাদের পতনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি হতে পারে। ইরান দীর্ঘদিন ধরে আসাদ সরকারকে সহায়তা করে আসছিল। কিন্তু সিরিয়ার বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির ফলে ইরানের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়েছে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!