• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ইরানসহ ৬ দেশ যুক্ত হচ্ছে ব্রিকসে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২৩, ০২:৩৩ পিএম
ইরানসহ ৬ দেশ যুক্ত হচ্ছে ব্রিকসে
ছবি: সংগৃহীত

বৈশ্বিক অর্থনৈতিক জোট ব্রিকসে নতুন ছয়টি দেশকে অন্তর্ভুক্ত করার ঘোষণা দেওয়া হয়েছে। জোটের চলমান শীর্ষ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বৃহস্পতিবার (২৪ আগস্ট) নতুন পূর্ণ সদস্য হিসেবে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের নাম ঘোষণা করেছেন।

২০২৪ সালের ১ জানুয়ারি এ দেশগুলো ব্রিকসে আনুষ্ঠানিকভাবে যোগদান করবে আমন্ত্রণের ভিত্তিতে। এর মাধ্যমে ব্রাজিল, ভারত, চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত জোটটি নতুন বছর থেকে ১১ দেশের জোটে পরিণত হবে।

মঙ্গলবার (২২ আগস্ট) দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে শুরু হয় তিন দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ছাড়া বাকি চার দেশের সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। এবারের শীর্ষ সম্মেলনে নেতাদের আলোচনার বিষয়ের মধ্যে আছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ব্রিকসের পরিধি বাড়ানো এবং ডলারবিহীন লেনদেনের বিষয়টি। 

এর আগে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জানিয়েছিলেন, নতুন সদস্য যুক্ত করে ব্রিকসের পরিধি বাড়াতে সম্মত হয়েছে ব্রিকসের সব সদস্য। 

ব্রিকসে নতুন সদস্য অন্তর্ভুক্তিতে ভারত ও ব্রাজিল প্রথমে সম্মত ছিল না। পরে চীনের চেষ্টায় তারা মনোভাব পরিবর্তন করে।

Link copied!