• ঢাকা
  • শুক্রবার, ০২ মে, ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২, ৩ জ্বিলকদ ১৪৪৬

পাকিস্তানে জাফর এক্সপ্রেসে ৩৩ হামলাকারীর সবাই নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৩, ২০২৫, ০৮:২৭ এএম
পাকিস্তানে জাফর এক্সপ্রেসে ৩৩ হামলাকারীর সবাই নিহত
পাকিস্তানে ট্রেনে সন্ত্রাসী হামলা।ছবি: ইপিএ

পাকিস্তানে জাফর এক্সপ্রেসে ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির  আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

বুধবার (১২ মার্চ) তিনি জানিয়েছেন, বেলুচিস্তানে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেস ট্রেনে নিরাপত্তা বাহনীর অভিযান শেষ হয়েছে। এর পাশাপাশি ঘটনাস্থলে থাকা ৩৩ হামলাকারীর সবাই নিহত হয়েছেন। বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনেও এমন তথ্য দিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন।

স্থানীয় এক গণমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, ১১ মার্চ বোলানে সন্ত্রাসীরা দুপুর ১টার দিকে একটি রেললাইন লক্ষ্য করে বিস্ফোরণ ঘটায় এবং জাফর এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেয়। রেলওয়ে কর্মকর্তাদের মতে, ট্রেনটিতে ৪৪০ যাত্রী ছিলেন।

হামলার পরপর এর দায় স্বীকার করে নিষিদ্ধঘোষিত বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ)। তবে সাক্ষাৎকারে এ বিষয়টি উল্লেখ করেননি তিনি।

ডনের ওই প্রতিবেদনে আরও বলা হয়, ট্রেনটিতে জিম্মি সব যাত্রীকেই উদ্ধার করা হয়েছে। নিহত ২১ যাত্রীর সবাইকে নিরাপত্তা বাহিনীর অভিযান শুরুর আগেই হত্যা করে সন্ত্রাসীরা।

এ ছাড়া পাকিস্তান ফ্রন্টিয়ার কর্পসের চার সদস্য অভিযান চলাকালে নিহত হন।

মহাপরিচালকের এমন বক্তব্যের পরপরই প্রকাশিত এক বিবৃতিতে হামলার পেছনে আফগানিস্তানে থাকা সন্ত্রাসী গোষ্ঠীর হাত আছে বলে অভিযোগ করে পাকিস্তান আইএসপিআর। ওই বিবৃতিতে বলা হয়, পাকিস্তান আশা করে যে অন্তর্বর্তী আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাদের ভূখণ্ড ব্যবহারের বিষয়ে সচেতন থাকবে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!