• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৮:৩৯ এএম
হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৮ জন। শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে। 

এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ডন বলছে, বিধ্বস্ত হেলিকপ্টারটি মারি পেট্রোলিয়াম নামের একটি তেল কোম্পানি ভাড়া করেছিল। কারিগরি ত্রুটির কারণে উড্ডয়নের একটু পরই এটি শিওয়া ওয়েল্ড ফিল্ডের কাছে বিধ্বস্ত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে মোট ১৪ আরোহী ছিলেন। যাদের মধ্যে ছিলেন তিন রাশিয়ান পাইলট এবং অন্যান্য ক্রুরা।

স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আহতদের উদ্ধার করে সিএমএইচ থাল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ইঞ্জিন বিকল হয়ে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে। এতে কোনো ধরনের নাশকতার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

Link copied!