• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২, ১১ মুহররম ১৪৪৬

ইয়েমেনে জাকাতের অর্থ নিতে গিয়ে নিহত ৮৫


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৩, ০৮:৪২ এএম
ইয়েমেনে জাকাতের অর্থ নিতে গিয়ে নিহত ৮৫

ইয়েমেনে রাজধানী সানায় জাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে আরও ৩২২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) এ প্রতিবেদনে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনের রাজধানীতে দাতব্য সহায়তা হিসেবে জাকাতের অর্থ বিতরণের সময় পদদলিত হয়ে ৮০ জনেরও বেশি লোক নিহত এবং আরও শত শত লোক আহত হয়েছেন।

একজন হুথি নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, সানার বাব আল-ইয়েমেন জেলায় পদদলিত হওয়ার পর কমপক্ষে ৮৫ জন নিহত এবং ৩২২ জনের বেশি আহত হয়েছেন’। নাম প্রকাশ না করার শর্তে তিনি এএফপিকে বলেন, ‘মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।’

হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় অবস্থানরত এএফপির একজন সংবাদদাতা জানিয়েছেন, রাজধানী একটি স্কুলের ভেতরে এই ঘটনা ঘটেছে। সেখানে জাকাতের অর্থ বিতরণ করা হচ্ছিল।

হুথির স্বরাষ্ট্র মন্ত্রণাল এক বিবৃতিতে বলেছে, জাকাতের অর্থ প্রদান অনুষ্ঠানের আয়োজনের জন্য দায়ী দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং এই ঘটনায় তদন্ত চলছে।

Link copied!