ক্রিমিয়া উপদ্বীপের সাগরে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাশিয়ার একটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। ক্রিমিয়ার সেভাস্তোপল শহরের গভর্নর এ তথ্যের সতত্য নিশ্চিত করেছেন।
মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সেভাস্তোপল শহরের গভর্নর মিখাইল রাজভোজায়েভ বলেন, একটি সামরিক উড়োজাহাজ সাগরে বিধ্বস্ত হয়েছে।
তবে কেন উড়োজাহাজটি বিধ্বস্ত হয়েছে, তার কারণ উল্লেখ করেননি গভর্নর।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা ফুটেজে একটি উড়োজাহাজকে আকাশ থেকে নিচের দিকে পড়তে দেখা যায়। পড়ন্ত উড়োজাহাজটিতে আগুনের শিখা দেখা গেছে।
রাশিয়ার কৃষ্ণসাগর নৌবহরের সদর দপ্তর সেভাস্তোপল। এটি ক্রিমিয়ার দক্ষিণ প্রান্তে অবস্থিত। ইউক্রেনীয় উপদ্বীপ ক্রিমিয়া ২০১৪ সালে দখল করে নেয় রাশিয়া।
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রায় ‘সামরিক অভিযান’ শুরু করে রাশিয়া। দুই বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে।
গভর্নর বলেন, সাগরে বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট উড়োজাহাজটি থেকে বের হয়ে যান। তাকে উপকূল থেকে প্রায় ২০০ মিটার দূরে উদ্ধার করা হয়। তার জীবন নিয়ে কোনো আশঙ্কা নেই। পাইলট প্যারাস্যুট দিয়ে নিচে নেমে যান।
 
                
              
            
 
																 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































