• ঢাকা
  • শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১, ৯ রবিউল আউয়াল ১৪৪৬

ধর্ষণের দায়ে ৭০২ বছর কারাদণ্ড


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৩, ০১:১১ পিএম
ধর্ষণের দায়ে ৭০২ বছর কারাদণ্ড
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় নিজের দুই মেয়েকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে ৭০২ বছরের কারাদণ্ড ও ২৩৪টি বেত্রাঘাতের আদেশ দিয়েছেন দেশটির একটি আদালত।

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়, ঘটনাটি ঘটেছে মালয়েশিয়ার জোহর রাজ্যের মুয়ার এলাকায়। ভুক্তভোগী মেয়ে দুটির বয়স ১২ ও ১৫ বছর। শাস্তি পাওয়া ব্যক্তির বয়স ৫৩ বছর। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি দুই মেয়েকে ধর্ষণ করেন। তিনি আদালতে অপরাধ স্বীকার করেন।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, ধর্ষণের ফলে এক মেয়ে গর্ভবতী হয়ে পড়ে।

প্রসিকিউশন আদালতে জানায়, ধর্ষণের ঘটনা শিশু দুটির ওপর যে ট্রমা তৈরি করেছে, তার প্রভাব আজীবন বয়ে বেড়াতে হবে। অপরাধের ধরন দেখিয়ে আদালতের কাছে আসামির কঠোর সাজা দাবি করে প্রসিকিউশন।

বিচারক বলেন, আসামি অত্যন্ত গুরুতর অপরাধ করেছেন। বিচারক আশা প্রকাশ করেন যে আসামিকে যে সাজা দেওয়া হয়েছে, তা তাকে শিক্ষা নিতে বাধ্য করবে।

আসামি আদালতে তার অপরাধ স্বীকার করে সাজা মেনে নেন।

Link copied!