ভারতের উত্তরাখন্ডে একটি বাস খাদে পড়ে সাত তীর্থযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৮ জন। স্থানীয় সময় রোববার (২০ আগস্ট) বিকেল ৪টায় ওই দুর্ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, বাসটিতে ড্রাইভার, তার সহকারীসহ ৩৫ জন যাত্রী ছিলেন। বাসটি গঙ্গোত্রী মন্দির থেকে উত্তরাখন্ডের উত্তরকাশিতে ফেরার সময় গাঙ্গোত্রী জাতীয় মহাসড়কে দুর্ঘটনায় পড়ে।
দুর্ঘটনার পর পুলিশ, উদ্ধারকর্মী ও মেডিকেল টিম সেখানে পৌঁছায়। গ্রামবাসীর সহায়তায় তারা উদ্ধারকাজ চালান। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে ২৮ জন আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাকি সাতজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনীর কর্মকর্তা মণিকান্ত মিশ্র জানান, গাঙ্গোত্রী জাতীয় মহাসড়ক থেকে প্রায় ৫০ মিটার গভীর খাদে পড়ে যায় তীর্থযাত্রীদের বহনকারী বাসটি। উদ্ধারকারীরা সেই খাদে নেমে বিধ্বস্ত বাসটি কেটে হতাহতদের উদ্ধার করেন।
জেলার ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার দেবেন্দ্র প্যাটেল জানান, তীর্থযাত্রীরা গুজরাটের ভবনগর জেলার বাসিন্দা।
এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামি।
এর আগে শনিবার (১৯ আগস্ট) লাদাখে একটি গাড়ি সড়ক থেকে নদীতে ছিটকে পড়ে সামরিক বাহিনীর ৯ সদস্য নিহত হন।