• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

দ. কোরিয়ায় আকস্মিক বন্যায় পার্কিং লট ডুবে ৭ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৭, ২০২২, ১২:২২ পিএম
দ. কোরিয়ায় আকস্মিক বন্যায় পার্কিং লট ডুবে ৭ জনের মৃত্যু

ঘূর্ণিঝড় হিন্নামনোরের কারণে সৃষ্ট আকস্মিক বন্যায় দক্ষিণ কোরিয়ায় একটি ভূগর্ভস্থ গাড়ি পার্কিং লট ডুবে যাওয়ার পর সেখানে আটকা পড়ে সাতজন মারা গেছেন।

তাদের কয়েকজন পার্কিং থেকে গাড়ি বের করতে গিয়ে আটকা পড়েন। তবে তীব্র স্রোতে পুরো জায়গাটি ডুবে যাওয়ায় তারা কেউ বেরিয়ে আসতে পারেননি।

উদ্ধারকারীরা জানান, সেখান থেকে দুইজনকে উদ্ধার করেতে পেরেছেন তারা। উদ্ধার ব্যক্তিরা ১২ ঘণ্টার বেশি সময় ধরে সিলিং পাইপ আঁকড়ে ধরে প্রাণে বেঁচে যান।

জীবিত উদ্ধার হওয়া দুইজনের একজন ৩০ বছর বয়সী পুরুষ এবং অপরজন ৫০ বছর বয়সী নারী। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

এ সপ্তাহের শুরুতে দক্ষিণ কোরিয়ায় আঘাত হানে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় হিন্নামনোর। মঙ্গলবার রাতে প্রায় সম্পূর্ণ তলিয়ে যাওয়া অ্যাপার্টমেন্টের বেজমেন্টে উদ্ধার অভিযান চালান উদ্ধারকারীরা।

স্থানীয় সংবাদমাধ্যম ইয়োনহাপ জানায়, নিহত ৭ জনই ওই অ্যাপার্টমেন্ট ভবনের বাসিন্দা ছিলেন। মঙ্গলবার সকালে ম্যানেজমেন্ট অফিস কার পার্কিং থেকে গাড়ি সরাতে নির্দেশ দেওয়ার পর তারা সেখানে গিয়ে আটকা পড়েন।

ঘূর্ণিঝড় হিন্নামনোরের প্রকোপে দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পোহাং শহরটি। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওল।

Link copied!