পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ৯ আগস্ট দেশটির পার্লামেন্ট ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৩ আগস্ট) সংসদীয় নেতাদের সঙ্গে বৈঠকের পর শাহবাজ শরিফ এ ঘোষণা দেন।
৯ আগস্ট পার্লামেন্ট ভেঙে দিতে প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সংবিধান অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে প্রেসিডেন্টকে এ প্রস্তাবে স্বাক্ষর করতে হবে। প্রেসিডেন্ট যদি এ সময়ের মধ্যে স্বাক্ষর না করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে পার্লামেন্ট ভেঙে যাবে। এরপর দায়িত্ব নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী।
অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, সে বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোর সঙ্গে তিন দিন আলোচনা করবেন শাহবাজ শরিফ। এরপর তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করে সেটি প্রেসিডেন্টের কাছে পাঠাবেন।
সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, যদি রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নিয়ে ঐকমত্যে না পৌঁছাতে পারে, তাহলে নির্বাচন কমিশন এতে হস্তক্ষেপ করবে এবং প্রস্তাবিত নাম থেকে একজনকে মনোনয়ন দেবে।





































