• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৩১, ২০২৩, ০১:১৮ পিএম
নিউজিল্যান্ডে ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

নিউজিল্যান্ডের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে জনবসতিহীন অকল্যান্ড দ্বীপপুঞ্জের কাছে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। বুধবার মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এসব তথ্য জানিয়েছে।

বুধবার (৩১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। নিউজিল্যান্ডের জিওনেট মনিটরিং এজেন্সি জানিয়েছে, বুধবার আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূ-পৃষ্ঠ থেকে ৩৩ কিলোমিটার (২১ মাইল) গভীরে। এর কারণে দেশটির মূল ভূখণ্ডে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। এছাড়া তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

অন্যদিকে রয়টার্স পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে, নিউজিল্যান্ডের অকল্যান্ড দ্বীপপুঞ্জে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে বলে ইউরোপিয়ান-মেডিটেরিনিয়ান সিমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) জানিয়েছে। এটি ভূপৃষ্ঠের ১০ ​কিলোমিটার (৬.২১ মাইল) গভীরতায় ছিল বলেও জানিয়েছে সংস্থাটি।

নিকটতম বড় শহর ইনভারকারগিলের সিটি কাউন্সিলের একজন কর্মকর্তা বলেছেন, সেখানে ভূমিকম্প অনুভূত হয়েছে বা অবকাঠামোর ক্ষতি হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি।

Link copied!