• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

যাত্রীবাহী বাস সেতু থেকে ছিটকে নদীতে, নিহত ৬


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২২, ০২:৪১ পিএম
যাত্রীবাহী বাস সেতু থেকে ছিটকে নদীতে, নিহত ৬

স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস সেতু থেকে নদীতে ছিটকে পরার ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

রোববার (২৫ ডিসেম্বর) দেশটির জরুরি পরিষেবা বিভাগ এ তথ্য জানায়।

দেশটির পুলিশের মুখপাত্র রয়টার্সকে জানায়, উদ্ধার জীবিত দুই যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া উদ্ধারকাজ আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে। বর্তমানে উদ্ধারকর্মীরা নিখোঁজ ব্যক্তিদের ধ্বংসাবশেষ খুঁজে বের করার চেষ্টা করছেন।

পুলিশের মুখপাত্র আরও জানান, অঞ্চলে ভারি বৃষ্টিপাত এবং নদীর শক্তিশালী স্রোতের কারণে উদ্ধারকার্যক্রম চালাতে বেশ বেগ পেতে হয়েছে।

এ বিষয়ে গ্যালিসিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আলফোনসো রুয়েদা বলেন, “আমরা এখনও নিশ্চিতভাবে কারণগুলি জানি না, ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে। তবে এটা সত্য যে সেই রাতে আবহাওয়া খুব খারাপ ছিল। নিরাপত্তা এবং জরুরি উদ্ধারকর্মীদের পেশাদারিত্ব এবং প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ। নিহতদের স্বজনদের প্রতি আমার সমবেদনা।”

 

Link copied!