• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ইসরায়েলের হামলায় গাজায় ২০ শিশু নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৩, ০১:০২ পিএম
ইসরায়েলের হামলায় গাজায় ২০ শিশু নিহত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েল ব্যাপক বিমান হামলা চালিয়েছে। এতে অন্তত ২০ শিশু নিহত হয়েছে। মৃতের সংখ্যা নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এই হামলায় কমপক্ষে ১২০ শিশু আহত হয়েছে।

ফিলিস্তিনের শিশুরা এ ধরনের হামলায় প্রায়ই ইসরায়েলের বোমায় প্রাণ হারায়।

শনিবার (৭ অক্টোবর) ফিলিস্তিনের হামাস যোদ্ধারা ইসরায়েলে ৫ হাজার রকেট ছোড়ে। এর পরপরই ইসরায়েল গাজায় ভয়াবহ বিমান হামলা শুরু করে। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি প্রাণ হারাচ্ছে শিশুরা।

ইসরায়েলে হামাসের হামলাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্ব নেতাদের অনেকেই।

ফিলিস্তিন-ইসরায়েলের যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, “ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের সমর্থন ‘পাথর কঠিন’। যেকোনো পরিস্থিতিতে তা অটুট থাকবে।”

বাইডেন আরও বলেন, “ইসরায়েলের নিজেকে এবং তার জনগণকে রক্ষা করার অধিকার রয়েছে। এটাই শেষ কথা। ইসরায়েলের প্রতি বিদ্বেষপূর্ণ কোনো পক্ষের জন্য এ আক্রমণগুলোকে কাজে লাগানো কিংবা সুবিধা চাওয়ার মুহূর্ত এটা নয়। যা ঘটছে, বিশ্ব দেখছে।”

শনিবার সকালে হামাস গাজা উপত্যকা থেকে ইসরায়েলে মুহুর্মুহু রকেট হামলা চালায়। এরপর জবাবে পাল্টা বিমান হামলা চালায় ইসরায়েল।

ইসরায়েলের জনগণের উদ্দেশে এক বিবৃতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘আমরা যুদ্ধের মধ্যে রয়েছি। এ যুদ্ধে আমরাই জিতব।’ 

Link copied!