জিনস পরায় কিশোরীকে পিটিয়ে হত্যা করল পরিবার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২১, ০১:২০ পিএম
জিনস পরায় কিশোরীকে পিটিয়ে হত্যা করল পরিবার

ভারতের উত্তর প্রদেশে গত সপ্তাহে পিটিয়ে হত্যা করা হয় ১৭ বছরের কিশোরী নেহা পাশওয়ানকে। তবে অভিযোগ উঠেছে, পোশাক-পরিচ্ছদ নিয়ে কলহের জেরেই তাকে হত্যা করেছে পারিবারের সদস্যরা।

বিবিসি জানায়, পাঞ্জাবের লুধিয়ানা শহরে বাবার সঙ্গে থাকত নেহা পাশওয়ান। সম্প্রতি গ্রামের বাড়িতে বেড়াতে এলে তার আধুনিক পোশাক নিয়ে আপত্তি তোলে পরিবারের সদস্যরা। জিনস, টপস ও ট্রাউজার পরার কারণে দাদা ও চাচাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়য় তার।

বাগ্‌বিতণ্ডার জেরে কিশোরী নেহা পাশওয়ানকে লাঠি দিয়ে পেটায় তার দাদা ও কাকা। পরে জ্ঞান হারিয়ে ফেললে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপর কিশোরীর মরদেহ পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা।

বিবিসি প্রতিবেদন থেকে আরও জানা গেছে, নেহার মরদেহটি পানিতে ফেলার চেষ্টা করা হলেও এটি সেতুর সঙ্গে আটকে ঝুলে থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ও অভিযুক্তদের আটক করে।

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!