• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৩, ০৯:৪১ এএম
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে ১৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু
ছবি : আল-জাজিরা

উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া ও পশ্চিম সাহারার উপকূলে ভূমধ্যসাগরে নৌকা ডুবে অন্তত ১৬ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। রোববার (৬ আগস্ট) নৌপথে ইউরোপে যাওয়ার পথে অভিবাসনপ্রত্যাসীদের এ নৌকাটি ডুবে যায়।

সোমবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আল-জাজিরা।

কাতারভিত্তিক গণমাধ্যমটি জানায়, নৌকাডুবির ঘটনায় রোববার সন্ধ্যা পর্যন্ত ৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ডুবে যাওয়া নৌকার ১১ জন যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

তিউনিসিয়ার সাফাক্স আদালতের মুখপাত্র ফওজি মাসমুদি বলেন, নৌকাটিতে অন্তত ৫৭ জন অভিবাসনপ্রত্যাশী ছিলেন। এর মধ্যে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজদের উদ্ধার করতে তল্লাশি অভিযান অব্যাহত আছে।

বেশ কয়েক বছর ধরে তিউনিসিয়া থেকে নৌপথে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়ছে। বিপদসঙ্কুল এই পথ পাড়ি দিতে গিয়ে অসংখ্য প্রাণহানি ঘটছে। তবু থেমে নেই ভয়ংকর এই সমুদ্রযাত্রা। ভাগ্যান্বেষণের জন্য প্রতিবছর এই রুট ব্যবহার করছেন অনেক আফ্রিকান।

Link copied!