• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ অক্টোবর, ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১, ৫ রবিউস সানি ১৪৪৬

নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০৪:১৯ পিএম
নাইজেরিয়ায় বন্দুকধারীর হামলায় ১২ জন নিহত

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে অজ্ঞাত বন্দুকধারীদের পৃথক চারটি হামলায় অন্তত ১২ জন নিহত এবং বেশকিছু সংখ্যক লোক আহত ও অপহৃত হয়েছেন। সোমবার (৩ এপ্রিল) দেশটির পুলিশ ও কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এতে বলা হয়, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে নিরাপত্তাহীনতা একটি বড় উদ্বেগের বিষয়। নির্বাচনে জয়ী হয়ে আগামী মাসে নাইজেরিয়ায় নতুন প্রেসিডেন্ট শপথ নিতে যাচ্ছেন। যদিও বিরোধীরা এ নির্বাচনকে বিতর্কিত হিসেবে উল্লেখ করেছে।

স্থানীয় পুলিশের মুখপাত্র সুলেইমান গুরোজে বলেছেন, উত্তর পূর্বাঞ্চলীয় আদামায়া রাজ্যের হং জেলার দাবনা গ্রামে সোমবার অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। তারা ঘরবাড়িতেও আগুন ধরিয়ে দিয়েছে।

যদিও এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে এ অঞ্চলে সাধারণত বোকো হারাম উগ্রবাদী গ্রুপ মাঝে মাঝে হামলা চালিয়ে থাকে।

একইদিন মধ্যাঞ্চলীয় কোগি রাজ্যের দেকিনা জেলার ওগানেনিগুতে বন্দুকধারীদের হামলায় স্থানীয় এক রাজনীতিবিদ নিহত হয়েছেন। গভর্নরের মুখপাত্র মুহাম্মদ ওনোগউ বলেছেন, স্থানীয় একজন রাজনীতিবিদ নিহত হয়েছেন।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মোহাম্মাদু বুহারি মে মাসে ক্ষমতা ছাড়ছেন। তিনি তার উত্তরসূরি বোলা তিনুবু’র জন্যে অস্থিরতাপূর্ণ এক দেশ রেখে যাচ্ছেন। এছাড়া রোববার, বন্দুকধারীরা কেন্দ্রীয় বেনু রাজ্যের আকেনওয়ে-তসওয়ারেভ গ্রামে একটি গির্জায় হামলা চালিয়ে একজন পাদ্রীকে হত্যা করে এবং অন্য তিনজনকে অপহরণ করে।

জেলার রাজনৈতিক প্রশাসক সালোমে টর বলেন, “আক্রমণকারীরা সকালের প্রার্থনার সময় গির্জায় ঢুকে একজনকে গুলি করে হত্যা করে এবং পুরোহিতসহ তিনজনকে অপহরণ করে। অন্য দুই পুরোহিত গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!