• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫, ৫ ভাদ্র ১৪৩২, ২৬ সফর ১৪৪৬

ভারতে মাথায় চুল গজানোর চিকিৎসায় আ.লীগের সাবেক পলাতক এমপি


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৭:৩০ পিএম
ভারতে মাথায় চুল গজানোর চিকিৎসায় আ.লীগের সাবেক পলাতক এমপি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের অনেক এমপি ভারতে পালিয়ে আছেন। তাদের কয়েকজনকে নিয়ে মঙ্গলবার (১৯ আগস্ট) প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট। তারা কী করছেন, কীভাবে জীবন-যাপন করছেন সেগুলো প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

এরমধ্যে ঢাকার এক তরুণ সাবেক এমপি জানিয়েছেন, তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ‘বেকার’ হয়ে গেছেন। তিনি ২০২৪ সালের ডিসেম্বরে বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতায় যান। কলকাতার নিউটাউনের ২বিএইচকে-এর একটি অ্যাপার্টমেন্টে একাই থাকছেন।

যেহেতু কোনো কাজ নেই তাই নিজের টাক মাথার চুল গজানোর চিকিৎসা করতে গত জানুয়ারিতে দিল্লিতে গিয়েছিলেন।

তিনি বলেন, “যখন আমি ঢাকা থেকে পালিয়ে আসি, তখন আমার মাথার সামনের চুল কমে যাচ্ছিল। আমার স্ত্রী গত কয়েক বছর ধরেই হেয়ার ট্রান্সপ্ল্যান্টের কথা বলছিল। কিন্তু আমি যেহেতু প্রথমবারের মতো এমপি হয়েছিলাম। তাই আমার নির্বাচনী এলাকা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। এতে হেয়ার ট্রান্সপ্ল্যান্ট করার মতো সময়ও পাইনি। এমন কঠিন সময়ে, নতুন চুল পাওয়াটা ভালো লাগার মতো বিষয়।

সংবাদমাধ্যমটির সঙ্গে সরাসরি কথা বলেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত। এছাড়া সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ভারতে কি করছেন সেটিও এ প্রতিবেদনে ওঠে এসেছে।

সূত্র: দ্য প্রিন্ট

Link copied!