• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২, ২৪ জমাদিউস সানি ১৪৪৭

ভারতে বিধ্বস্ত বিমানের ৫৩ যাত্রী বৃটিশ নাগরিক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৪:৩৫ পিএম
ভারতে বিধ্বস্ত বিমানের ৫৩ যাত্রী বৃটিশ নাগরিক

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দর ত্যাগ করার পরপরই বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। বিমানটিতে ক্রু সদস্য মোট ২৪২ জন আরোহী ছিলেন বলে জানা গেছে। যার মধ্যে ৫৩ জন বৃটিশ এবং ১৬৯ জন ভারতীয় নাগরিক। 
এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে লন্ডনের উদ্দেশে যাত্রা করে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার নামের ওই বিমান। উড্ডয়নের কিছুক্ষণ পরেই একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমানটি। কতৃপক্ষ জানিয়েছে এসব বিমানে ২৯০ থেকে ৩০০ জন পর্যন্ত যাত্রীর ধারণ ক্ষমতা রয়েছে। তবে বিমানটি কি কারণে বিধ্বস্ত হয়েছে তার কারণ জানা যায়নি। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!