ফিলিস্তিনের গাজা উপত্যকায় পানি সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি কোম্পানি মেকোরোট। ফলে অবরুদ্ধ উপত্যাকাটির মোট পানি সরবরাহের ৭০ শতাংশ বন্ধ হয়ে গেছে। এতে ভয়াবহ সংকটে পড়তে যাচ্ছেন গাজাবাসী।
গাজা পৌরসভার মুখপাত্র হোসনি মেহান্নার জানিয়েছেন, সংযোগ বিচ্ছিন্ন হওয়ার ফলে পূর্ব গাজা শহরের শুজাইয়া পাড়ায় অবস্থিত প্রধান পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। যেখানে গত ৩ এপ্রিল থেকে ইসরায়েলি বাহিনী সামরিক অভিযান পরিচালনা করছে।
হোসনি মেহান্নার তুর্কি গণমাধ্যম আনাদোলুকে বলেন, “এই বিঘ্নের কারণগুলো এখনো স্পষ্ট নয়। তবে আমরা আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করছি, যাতে এলাকায় ইসরায়েলি বোমাবর্ষণের কারণে পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা খতিয়ে দেখা যায়। এই বিঘ্ন সরাসরি সামরিক কার্যকলাপের কারণে হতে পারে অথবা ইসরায়েলি কর্তৃপক্ষের ইচ্ছাকৃত রাজনৈতিক সিদ্ধান্তের কারণে হতে পারে।”
সতর্ক করে হোসনি মেহান্নার বলেন, “কারণ যাই হোক না কেন, এর পরিণতি ভয়াবহ। যদি মেকোরোট থেকে পানি প্রবাহ শিগগিরই চালু করা না হয়, তাহলে গাজা ভয়ংকর পানি সংকটের মুখোমুখি হবে।”
বছরের পর বছর ধরে অবরোধ, অবকাঠামোগত ধস এবং ভূগর্ভস্থ পানির দূষণের কারণে গাজা ইতোমধ্যেই বিশুদ্ধ পানির দীর্ঘস্থায়ী সংকটে ভুগছে, মানবিক পরিস্থিতির অবনতি অব্যাহত থাকায় এখন ব্যাপক পানিশূন্যতার ঝুঁকির মুখোমুখি হচ্ছে।
 
 
                
              
 
																                   
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    



































