• ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২, ১০ জমাদিউল আউয়াল ১৪৪৭

ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২, ২০২৪, ১০:৩৪ এএম
ভারতীয় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩
ছবি : সংগৃহীত

উড্ডয়নের কিছুক্ষণ পরই ভারতের মহারাষ্ট্রের পুনেতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার (২ অক্টোবর) সকালে পুনের বাভধান এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে। 

দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি সরকারি নাকি বেসরকারি মালিকানাধীন ছিল, তা জানা যায়নি। এতে দুই পাইলট ও একজন প্রকৌশলী ছিলেন।

পুনের পিম্পরি চিঞ্চওয়াড়ের পুলিশ জানিয়েছে, সকাল পৌনে ৭টার দিকে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

সিনিয়র ইন্সপেক্টর কানহাইয়া থোরাত বলেছেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, দুই ব্যক্তির মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এটি কার হেলিকপ্টার ছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, হেলিকপ্টারটি অক্সফোর্ড গলফ ক্লাবের হেলিপ্যাড থেকে উড্ডয়ন করেছিল এবং ওই এলাকায় ঘন কুয়াশার কারণে এটি বিধ্বস্ত হতে পারে। উদ্ধার অভিযান চলছে।

Link copied!