• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২২ শাওয়াল ১৪৪৫

সিরিয়ায় বিমান হামলায় নিহত ১০


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৪, ০৩:৫৯ পিএম
সিরিয়ায় বিমান হামলায় নিহত ১০

সিরিয়ার দক্ষিণাঞ্চলের সীমান্তবর্তী সোয়েইদা প্রদেশে বিমান হামলা চালানো হয়েছে। এ হামলায় নারী, শিশুসহ অন্তত ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে আরমান ও মালহা শহরে এই হামলা চালানো হয় বলে স্থানীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে। এ হামলার পেছনে জর্ডানের বাহিনী জড়িত বলে সন্দেহ করা হচ্ছে।

সংবাদমাধ্যম সোয়েইদা২৪ এ প্রকাশিত সংবাদে জানানো হয়, বিমান হামলায় মালহা শহরে কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে আরমান শহরে অন্তত দুটি বাড়ি ধসে পড়েছে। এতে ১০ জনের মৃত্যু হয়েছে।

এর আগেও সিরিয়ায় হামলা চালিয়েছে জর্ডান। মূলত সীমান্ত এলাকায় অস্ত্র চোরাকারবারি ও মাদক পাচারকারীদের কার্যক্রম বাধাগ্রস্ত করতে এসব অভিযান চালানো হয়। তবে সর্বশেষ হামলার লক্ষ্যবস্তু নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে প্রশ্ন উঠেছে।

হামলা ও প্রাণহানির ঘটনায় স্থানীয় দ্রুজ ধর্মীয় সম্প্রদায়ের আধ্যাত্মিক নেতা শেখ হিকমত আল–হাজরি এক বিবৃতিতে জর্ডানের প্রতি পরবর্তী সময়ে বেসামরিক প্রাণহানি এড়ানোর আহ্বান জানিয়েছেন।

Link copied!