• ঢাকা
  • বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০, ২৩ রজব ১৪৪৬

২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১, ১০:১১ এএম
২০ হাজার আফগানকে আশ্রয় দেবে যুক্তরাজ্য

তালেবানদের আফগানিস্তান দখলের প্রেক্ষাপটে ২০ হাজার আফগান নাগরিককে আশ্রয় দেওয়া ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। আগামী কয়েক বছরে তাদের আশ্রয় দেবে ব্রিটিশরা।

মঙ্গলবার (১৭ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিসিসি জানায়, প্রথম এক বছরে পাঁচ হাজার আফগান শরণার্থীর আশ্রয় দেবে যুক্তরাজ্য। এ পর্যায়ে নারী, কিশোরী ও ঝুঁকিতে থাকা ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন। এর আগে কানাডা ও উগান্ডা আফগান শরণার্থীকে আশ্রয় দেওয়ার কথা জানায়।

এদিকে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল আফগান শরণার্থীদের সহযোগিতায় অন্য দেশগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। ডেইলি টেলিগ্রাফে তিনি লিখেছেন, “আমরা একাই সবাইকে সাহায্য করতে পারব না।”

যুক্তরাজ্যের হয়ে কাজ করা দোভাষীসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগী পাঁচ হাজার আফগান নাগরিককে আগেই আশ্রয় দেয়ার পরিকল্পনা নেয়া হয়েছিল। এর সঙ্গে যুক্ত হবে ২০ হাজার মানুষের নতুন দল।

আফগানিস্তানে অবস্থানরত ব্রিটিশ নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে কাবুলে স্বল্প সময়ের জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আট শতাধিক সেনা পাঠিয়েছে যুক্তরাজ্য। নিজ দেশের নাগরিকদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, ভারতসহ বিভিন্ন দেশ। স্থগিত রয়েছে বিভিন্ন দেশের দূতাবাসের কার্যক্রমও।

রোববার কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের পূর্ণ নিয়ন্ত্রণ নেয় তালেবান। এরপরই দেশটির শিক্ষার্থীদের জন্য সব ধরনের বৃত্তি স্থগিতের ঘোষণা দেয় যুক্তরাজ্য।

Link copied!