শনিবার (২৪ জুলাই) রাত পর্যন্ত বিশ্বে মোট করোনা আক্রান্ত হয়েছে অন্তত ১৯ কোটি ৪২ লাখ মানুষ। ডেলটা ধরনের প্রকোপে আবারও লাগামছাড়া হয়েছে বিভিন্ন দেশের করোনা পরিস্থিতি।
কোভিড পরিসংখ্যানকারী বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যমিতে, শনিবার রাত পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছে ১৯ কোটি ৪২ লাখ ৩৬ হাজার ১৮১ জন। মোট করোনা রোগীর মৃতের সংখ্যা ৪১ লাখ ৬৩ হাজার ৮১৫।
করোনায় আক্রান্ত ও মৃত্যুর তালিকায় সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপরই অবস্থান দক্ষিণ এশিয়ার সবচেয়ে জনবহুল দেশ ভারতের। দক্ষিণ অ্যামেরিকার দেশ ব্রাজিল রয়েছে তৃতীয় অবস্থানে। এদিকে গত কয়েক মাসের রেকর্ড সংক্রমণের ফলে চতুর্থ স্থানে উঠে এসেছে রাশিয়া। এরপর পঞ্চম স্থানে রয়েছে ইউরোপের আরেক দেশ ফ্রান্স।
অন্যদিকে ডেলটা ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় এশিয়ায় মহামারির নতুন কেন্দ্রস্থল তথা হটস্পটে পরিণত হয়েছে ইন্দোনেশিয়া। দেশটিতে অক্সিজেন ও স্বাস্থ্যসেবার ব্যাপক সংকট দেখা দিয়েছে বলে জানায় রয়টার্স। বিশ্বে করোনার গড় মৃত্যুহারের তুলনায় দেশটতে ৩ গুণ বেশি মৃত্যু হচ্ছে বলেও সতর্ক করেছে বিশেষজ্ঞরা।