ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১৮ শ্রমিক। এনডিটিভি জানায়, রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে নিজেদের বাস থামিয়ে সড়কের পাশে ঘুমাচ্ছিলেন তারা।
এসময় একটি ট্রাক বাসটিকে পেছন থেকে ধাক্কা দিলে এটি ঘুমন্ত শ্রমিকদের উপরে উঠে যায়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সবার।
আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। উত্তর প্রদেশের বারাবানকি জেলায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত সবাই বিহারের বাসিন্দা।
উদ্ধার হওয়া একজন এনডিটিভিকে জানান, ঘটনাস্থলে মোট ১৩০ জন শ্রমিক ছিলেন। বাসটি বিকল হয়ে যাওয়ায় তারা সড়কের পাশে ঘুমিয়ে পড়েন। রাত ১১টার দিকে পেছন থেকে ট্রাক এসে বাসটির ওপর আছড়ে পড়ে।
এ ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।