সীমান্তে শান্তি বজায় রাখার উদ্দেশ্যে শনিবার (৩১ জুলাই) নিয়ন্ত্রণ রেখার কাছে চীনের সীমান্তবর্তী এলাকা মল্ডোতে সামরিক পর্যায়ের বৈঠকে বসে চীন ও ভারতের সেনাবাহিনী। এরপর রোববার (১ আগস্ট) দ্বিপক্ষীয় যোগাযোগ জোরদার করতে চালু হলো হটলাইন।
এক বিবৃতিতে ভারত জানায়, ‘‘সীমান্তে যোগাযোগ বাড়াতে একমত হয়েছে দুই দেশের সেনাবাহিনী। স্থিতিশীলতা বজায় রাখতেই হটলাইন স্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
টাইমস অব ইন্ডিয়া জানায়, উত্তর সিকিমের কোংরা লায় ভারতের সেনাঘাঁটির সঙ্গে তিব্বতের খাম্বা জংয়ে চীনের সামরিক ঘাঁটির সঙ্গে যোগাযোগ রাখবে এই হটলাইন। এর মাধ্যমে সীমান্ত এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আবারও উদ্যোগী হলো দুই প্রতিবেশী।
গত বছর মে মাসে পূর্ব লাদাখ সীমান্তে চীনের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২০ ভারতীয় জওয়ান নিহত হন। শুরুতে চীন অস্বীকার করলেও পরে এ ঘটনায় একাধিক চীনা সৈন্য নিহতের তথ্যও ফাঁস হয়।
এরপরই সীমান্ত এলাকায় বিপুল সেনা মোতায়েন করে দুই দেশ। যদিও এ বছরের শুরু থেকেই চীন ও ভারত সীমান্তে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে আগ্রহী হয়ে কাজ করছে।