করোনা পরিস্থিতি মোকাবেলায় ব্যর্থতার পর নতুন মন্ত্রিসভা গঠন করেও সমালোচনা এড়াতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
৪৩ জন নতুন সদস্য নিয়ে মন্ত্রিসভা পুনর্গঠন করেছেন বিজেপি নেতা। তবে তার মন্ত্রিদের ৪২ শতাংশের বিরুদ্ধে খুন, হত্যাচেষ্টাসহ নানাবিধ অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে। মানবাধিকার সংস্থা এডিআরের বরাতে এবিপি নিউজ আরও জানায়, মোদির ৯০ শতাংশ মন্ত্রীই কোটিপতি।
বুধবার মন্ত্রিসভার রদবদলের মাধ্যমে ৭৮ জনের পরিষদ গঠন করা হয়। তবে এডিআরের প্রতিবেদন বলছে, এদের মধ্যে ৩৩ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা চলছে।
পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে ৩০২ ধারায় হত্যা মামলাসহ জন বার্লা, নিশীথ প্রামাণিক, পঙ্কজ চৌধুরী ও ভি মুরলিধরনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ রয়েছে।
নির্বাচনের সময় কমিশনের কাছে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য প্রকাশ করে এডিআর।