• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

মিসরে উন্মুক্ত হলো ফারাও রাজাদের রাজপথ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১২:৪২ পিএম
মিসরে উন্মুক্ত হলো ফারাও রাজাদের রাজপথ

প্রায় ৩ হাজার ৪০০ বছরের পুরোনো ‘অ্যাভিনিউ অব স্ফিংস’ সড়কটি পুনরায় চালু হয়েছে মিসরে। তবে সেটি গণপরিবহনের জন্য নয়, দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হয়েছে লাক্সরের ফারাও রাজাদের তৈরি ও ব্যবহৃত প্রাচীন সড়কটি।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (২৫ নভেম্বর) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে খুলে দেওয়া হয়েছে অ্যাভিনিউ অব স্ফিংস। ফারাও যুগের রথ ও বিভিন্ন পৌরাণিক নিদর্শন রাখা হয়েছে সড়কের দুই ধারে। গত কয়েক দশক ধরেই মিসরের প্রত্নতত্ত্ববিদরা মাটি খুঁড়ে এগুলো বের করে আনেন।

বিবিসি জানায়, মিসরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ। ফারাওদের শাসনামলে প্রতিবছর এই সড়কে শোভাযাত্রা হতো। তাই উদ্বোধনের দিনেও মিসর সরকার একই ধরনের আয়োজন করে।

মিসরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগপথ ছিল এই রাজপথ। মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসের প্রাচীন ভাষায় লেখা বাণী থেকেই অনুষ্ঠানের সংগীত আয়োজন করা হয়।

Link copied!