আফগানিস্তানের রাজধানী কাবুলের মসজিদের প্রবেশপথে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। রোববার বিকেলের এ হামলায় অন্তত পাঁচজন নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
মঙ্গলবার (৫ অক্টোবর) আইএসের সংবাদমাধ্যম ‘আমাক’ থেকে এ হামলার দায় স্বীকার করে জঙ্গিগোষ্ঠীটি। এএফপির প্রতিবেদনে এই খবর জানা গেছে।
আল-জাজিরা জানায়, ঈদগাহ মসজিদ নামে পরিচিত এই মসজিদে রোববার তালেবান মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদের মায়ের জন্য দোয়ার অনুষ্ঠান হচ্ছিল।
বিস্ফোরণের পর বন্দুকের গুলির শব্দও শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হতাহতদের অ্যাম্বুলেন্সে করে শাহর-ই-নও এলাকার হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
তবে আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে তালেবানের সঙ্গে স্থানীয় আইএস যোদ্ধাদের সংঘর্ষ বেড়েছে। পূর্বাঞ্চলীয় নানগারহারে প্রদেশেও আইএসের সঙ্গে তালেবানের একাধিকবার লড়াইয়ের খবর পাওয়া গেছে।