• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২০ রজব ১৪৪৬

ভবানীপুর উপনির্বাচনে লড়বেন মমতা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ০৪:২৮ পিএম
ভবানীপুর উপনির্বাচনে লড়বেন মমতা

বিধানসভা নির্বাচনের ভবানীপুর আসনের উপনির্বাচনের দিন ঘোষণা করেছে ভারতের নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর ভোট গ্রহণ হবে এই আসনে। ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সমশেরগঞ্জের প্রার্থী মারা যাওয়ায় এই দুই আসনেও একই দিনে নির্বাচন হবে।

তবে বাকি সব কেন্দ্রের তুলনায় ভবানীপুর নিয়েই মানুষের আগ্রহ বেশি। কারণ, সেখানে প্রার্থী হওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

এদিকে গত নির্বাচনে ভবানীপুরের প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় ২১ মে বিধায়ক পদ থেকে ইস্তফা দেন। এরপরই তৃণমূল জানায়, এ আসনে প্রার্থী হবেন মমতা।

অন্যদিকে ভবানীপুরের পাশাপাশি উত্তর ২৪ পরগনার খড়দহ, দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, দিনহাটা ও শান্তিপুর এই চার আসনে উপনির্বাচন হওয়ার কথা থাকলেও দিন ঘোষণা করেনি কমিশন।

বিধানসভা ভোটের ফল প্রকাশের কয়েক মাস পরই উপনির্বাচনের দাবি জানায় তৃণমূল। যদিও করোনা পরিস্থিতির বিবেচনায় ভোট পেছানোর মত দেয় বিজেপি।

Link copied!