• ঢাকা
  • শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১, ২০ মুহররম ১৪৪৫

বৃষ্টিতে নিভল তুরস্কের দাবানল


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২১, ০৮:৪৬ পিএম
বৃষ্টিতে নিভল তুরস্কের দাবানল

এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছিল তুরস্ক। অবশেষে স্বস্তির বার্তা নিয়ে এলো বৃষ্টি।

রোববার প্রায় ১২ দিন পর হওয়া বৃষ্টিতে দেশটির বেশির ভাগ বনাঞ্চলের আগুন নিভে গেছে বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি। দক্ষিণাঞ্চলের অনেক প্রদেশেই দাবানলের আগুন নিভে আসতে শুরু করেছে বৃষ্টিতে।

সোমবার টুইট বার্তায় কৃষি ও পরিবেশমন্ত্রী বাকির পাকদেমিরলি জানান, দক্ষিণাঞ্চলীয় মুগলা প্রদেশের মিলাস ও কোয়জেয়িজ এলাকা ছাড়া সব অঞ্চলের দাবানল নিয়ন্ত্রণে রয়েছে। অবশিষ্ট এলাকায় দাবানলের নিয়ন্ত্রণের চেষ্টা করছেন দমকল কর্মীরা।

এর আগে রোববার তুরস্কের মোট ৪৭টি প্রদেশে ২৪০টি দাবানলের খবর পাওয়া যায়। বৃষ্টির জন্যে প্রার্থনা করতে দেখা গেছে অনেক এলাকায়। শনিবার বৃষ্টির পর সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে বৃষ্টির ছবি শেয়ার করেন। সাধারণ মানুষের দোআ ও শোকর আদায়ের ভিডিও ও ছবিও ভাইরাল হয়েছে। 

২৮ জুলাই তুরস্কের আনতালিয়া প্রদেশে দাবানলের সূত্রপাত হয়। ১৩ দিনের দাবানলে মোট আটজনের প্রাণহানি হয়েছে।

Link copied!