বিয়ে বাড়ির খাবারের প্রতি কমবেশি সবারই আকর্ষণ থাকে। এমনকি খাবার ভালো না হলে বিয়ে ভেঙে যাওয়ার নজিরও রয়েছে আমাদের দেশে।
অনেক অতিথি বিয়ে বাড়িতে অনুষ্ঠানের চাইতে খাবারই বেশি উপভোগ করেন। তবে বেশি খাওয়ার জন্যে জরিমানা দিতে হবে এমটা হয়তো কেউই আশা করেন না।

ব্রিটিশ গণমাধ্যম মিরর জানায়, যুক্তরাজ্যের কেন্ট শহরের এমন অপ্রীতিকর ঘটনার শিকার হয়েছেন পাফিন নামের এক ব্যক্তি। বিয়েতে এক টুকরো কেক বেশি খাওয়ায় তার কাছে মূল্য চেয়েছেন নবদম্পতি। সামাজিক মাধ্যম রেডিটে ব্যাপক সাড়া ফেলেছে পাফিনের সেই পোস্ট।
মূলত পূর্বশর্ত মেনেই এই অনুষ্ঠানে অতিথিদের চাঁদা দিয়েই কেক কেনা হয়। তবে সবার জন্য এক টুকরো কেক বরাদ্দ ছিল। প্রতি টুকরো দাম রাখা হয় ৩.৬৬ পাউন্ড বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪২৫ টাকা।
তবে সিসিটিভিতে একটির বেশি কেক বেশি খেতে দেখে পাফিনকে হোয়াটসঅ্যাপে প্রমাণ দেখিয়ে জরিমানা দাবি করেন নবদম্পতি। সেই কথোপকথনের স্ক্রিনশট শেয়ার করেন পাফিন। সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সেই পোস্ট।
যদিও বিয়েতে টাকা দিয়ে খাবার খেতে হচ্ছে বলে সেই দম্পতির সমালোচনা করেছেন অনেকেই।