মহামারি করোনার ধাক্কায় পুরো বিশ্ব জুড়ে আবারও বাড়ছে সংক্রমণ ও মৃত্যু সংখ্যা। চলতি সপ্তাহের শুরুর দিকে নিম্নমুখী থাকলে সোমবার (১৩ সেপ্টেম্বর) সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় সোমবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সংক্রমিত হয়েছেন ৪ লাখ ৫৬ হাজার ৪০০ জন ও মৃত্যু হয়েছে ৭ হাজার ৭৬২ জনের।
পুরো বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃতের সংখ্যা দাড়াল ৪৬ লাখ ৪৩ হাজার ৬২৩ জনে এবং আক্রান্তের সংখ্যা ২২ কোটি ৫৪ লাখ ৪৮ হাজার ২০১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ২০ লাখ ৮ হাজার ৮৩৫ জন।
এর আগে রোববার (১২ সেপ্টেম্বর) বিশ্বে মৃতের সংখ্যা ছিল ৭ হাজার ৭০৯ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ৫১ হাজার ৪৫১ জন।
বিশ্বে সর্বোচ্চ সংক্রমণ ও মৃত্যুতে এগিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ১৮ লাখ ১৭ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৭৩৭ জনের। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমণ সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ৯ হাজার ১৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৬ হাজার ৫৯০ জনের।
ভারতের অবস্থান তৃতীয়। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমণের সংখ্যা ৩ কোটি ৩২ লাখ ৩২ হাজার ১৬৮ জন এবং মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৬৮৮ জনের।