• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

বল ভেবে বোমা কুড়াতে গিয়ে বিস্ফোরণে শিশুর মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২১, ০৯:৩৫ পিএম
বল ভেবে বোমা কুড়াতে গিয়ে বিস্ফোরণে শিশুর মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে একটি পরিত্যক্ত বাড়ির কাছে খেলছিল তিন শিশু। সেই বাড়ির ভেতরেই একটি পাত্রে পড়েছিল ক্রিকেট বলসদৃশ এক বোমা। 

পাত্র থেকে তুলতে গিয়েই হাত ফসকে পড়ে যায় বোমাটি। বিকট শব্দে বিস্ফোরণে কেঁপে ওঠে এলাকা। গুরুতর আহত হয় তিন শিশু।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, শুক্রবার (১৭ সেপ্টেম্বর) নন্দীগ্রামের কালীচরণপুরে এই ঘটনা ঘটে। তিন শিশুকে উদ্ধার করে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিশুর মৃত্যু হয়।

বোমা বিস্ফোরণের এই ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে নিয়ে নন্দীগ্রামে। বিস্ফোরণে শিশুর অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দোষীদের দৃষ্টান্তমূল শাস্তির দাবি করছেন এলাকাবাসী।

অনেকের ধারণা বাইরে থেকে বোমা এনে পরিত্যাক্ত বাড়িটিতে রাখা হয়েছিল। বোমা তৈরি ও মজুদের সঙ্গে জড়িতদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা শুরু হয়েছে। 

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!