• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ৩ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

প্রথম কার্যদিবসেই জনতার চড় খেলেন গভর্নর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২১, ০৯:২৩ পিএম
প্রথম কার্যদিবসেই জনতার চড় খেলেন গভর্নর

ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের গভর্নর হিসেবে দায়িত্ব নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল আবেদিন খোররাম। শপথ গ্রহণের পর তার প্রথম কার্যদিবস ছিল শনিবার (২৩ অক্টোবর)। আর প্রথম দিনেই অনাকাঙ্ক্ষিত এক অভিজ্ঞতা হলো নতুন গভর্নরের।

তাবরিজে ইমাম খোমেনি মসজিদে এক অনুষ্ঠানে বক্তৃতা করার সময় দর্শক সারি থেকে উঠে এসে এক লোক চড় মেরে বসেন গভর্নরকে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে সেই ভিডিও।

ইরানি সংবাদমাধ্যম ফার্স অনলাইনের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে এই দৃশ্য। ভিডিওতে দেখা যায় বক্তৃতার মাঝেই এক ব্যক্তি ধীরে ধীরে খোররামের কাছে যান। আর সামনে গিয়েই গালে চড় মেরে ধাক্কা দেন তাকে। যদিও নিরাপত্তারক্ষীরা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে মঞ্চ থেকে নামিয়ে আনেন।

সংবাদমাধ্যম তাসনিম জানায়, জনসম্মুখে গভর্নরকে চড় মারা ব্যক্তির নাম আইয়ুব আলিজাদেহ। তিনি ইরানের সশস্ত্র বাহিনীর সদস্য। গ্রেপ্তার হওয়ার পর তিনি পুলিশকে জানান, করোনার টিকা নিতে কেন্দ্রে গেলে নারীর পরিবর্তে একজন পুরুষ তার স্ত্রীকে টিকা দিয়েছেন। সে কারণেই ক্ষুব্ধ হয়ে গভর্নরকে চড় মেরেছেন তিনি।

ঘটনার পর গভর্নর খোররাম বলেন, “আমি অবশ্যই এই ব্যক্তিকে চিনি না। তবে আমি যখন সিরিয়ায় ছিলাম তখন দিনে ১০ বার শত্রুরা আমাকে মারধর করত। আমার মাথায় বন্দুক তাক করে রাখত। আমি তাকে সেই শত্রুদের সমতুল্য মনে করলেও তাকে ক্ষমা করে দিয়েছি।”

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!