পশ্চিমবঙ্গে রাজ্যের ক্ষমতাসীন দল তৃণমূলের সঙ্গে জোটে করতে আগ্রহ প্রকাশ করেছে প্রধান রাজনৈতিক দল সিপিএম। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হটাতে চায় তারা।
বাম ফ্রন্ট, সিপিএমের চেয়ারম্যান বিমান বসু জানান, বিজেপি বাদে যেকোন দলের সঙ্গে কাজ করতে রাজি আছেন তারা। তৃণমূলের সঙ্গেও হাত মেলাতে আপত্তি নেই।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানায়, রবিবার তমলুকে সিপিএম নেতা নির্মল জানার স্মরণসভায় একথা জানান বিমান বসু। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর সিপিএম তাদের ভুল বুঝতে পেরেছে বলেই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা।
আগামী সাধারণ নির্বাচনে রাজ্য থেকে বিজেপিকে হটাতে আন্দোলনের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস। আর তৃণমূলের সঙ্গে জোট গড়ার প্রত্যয় জানিয়ে সিপিএম নেতারা বলেন, বাম দল ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। তাই বিজেপির মতো ধর্মান্ধ দল ভারত শাসন করুক সেটি তারা চান না।