গত তিন দিনের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নেপালের একাংশ। ভারী বৃষ্টির প্রভাবে সৃষ্ট বন্য আর ভূমিধ্বসে প্রাণ হারিয়েছে অন্তত ৪৩ জন। এখনও ৩০ জনের বেশি নিখোঁজ রয়েছে।
বুধবার পুলিশের তথ্যের বরাতে এই খবর জানিয়েছে রয়টার্স। পুলিশের মুখপাত্র বসন্ত কুনওয়ার জানান, দুর্যোগের প্রকোপে বেশ কয়েকজন আহত হয়েছেন। বিভিন্ন স্থানীয় হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।
রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৩৫০ কিলোমিটার পশ্চিমে একটি গ্রামে দুই দিন ধরে বন্যার পানিতে আটকা পড়ে আছেন ৬০ জন বাসিন্দা। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাদের উদ্ধার করা যাচ্ছে না।
এছাড়াও টেলিভিশনে সম্প্রচারিত ভিডিওতে ধানক্ষেতসহ বিস্তীর্ণ জনপদ পানিতে তলিয়ে যেতে দেখা যায়। বন্যার পানিতে ভেসে গেছে সেতু, সড়ক ও ঘরবাড়ি।
আগামী তিন দিন বৃষ্টিপাত আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। পাহাড়ি এলাকাগুলোতে ভারী বৃষ্টির সঙ্গে হালকা থেকে মাঝারি তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।