পর্যটন মৌসুমে দার্জিলিংয়ের পর্যটকদের দুঃসংবাদ দিল ভারতের আবহাওয়া বিভাগ। নিম্নচাপের প্রভাবে পাহাড়ি অঞ্চলটিতে সোমবার থেকে চলছে ভারী বর্ষণ।
গত ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ে ১৬৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ফলে দিনভর হোটেলেই থাকতে হচ্ছে পর্যটকদের। বৃষ্টির মধ্যে বাতিল হয়েছে ভ্রমণের যাবতীয় পরিকল্পনা।
এরইমধ্যে বিভিন্ন এলাকায় ভূমিধসের খবর পাওয়া গেছে। আবহাওয়ার পূর্বাভাস বলছে, বৃহস্পতিবার পর্যন্ত পাহাড়ে বৃষ্টিপাত অব্যহত থাকবে।
মঙ্গলবার বিকেলে আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ৪৮ ঘণ্টা পাহাড়সহ ডুয়ার্সে চলবে ভারী বৃষ্টি। ফলে পর্যটকদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বৃহস্পতিবারের পর বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমতে পারে। তবে সমতলে পরিস্থিতির উন্নতি হলেও পাহাড়ে হালকা বৃষ্টি থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।