কাবুল দখল আর গনি সরকারের পতনের পর আফগানিস্তানের নিয়ন্ত্রণ এখন তালেবানের হাতে। সবার অংশগ্রহণে নতুন সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ার পরেও অনেক দেশই তালেবানের কর্তৃত্ব অস্বীকার করছে। এই তালিকায় এবার যুক্ত হলো কানাডা।
স্থানীয় সময় সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো তালেবানকে ‘সন্ত্রাসী সংগঠন’ উল্লেখ করে তাদের ওপর নিষেধাজ্ঞা দিতে অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান।
সাংবাদিকদের ট্রুডো বলেন, “কানাডা আগেই ঘোষণা দিয়েছে যে তালেবানরা সন্ত্রাসী গোষ্ঠী ও সন্ত্রাসীদের আশ্রয়দাতা। সে কারণেই তারা সন্ত্রাসী সংগঠনের তালিকাযভুক্ত। আর তাই আমাদের এখন তাদের ওপর নিষেধাজ্ঞার আরোপের বিষয়ে কথা বলা উচিত।”
জি-৭ জোটের বৈঠকের আগেই তালেবান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল কানাডা। মঙ্গলবার কানাডা ছাড়াও জোটের বাকি সদস্য ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্র আফগানিস্তান ইস্যুতে ভার্চুয়াল বৈঠকে অংশ নেবে।
ট্রুডো বলেন, তালেবান ইস্যুতে কী পদক্ষেপ গ্রহণ করা হবে, তা নিয়ে জি-৭ নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। এছাড়া জি-৭ জোট প্রধান যুক্তরাজ্য জানায়, নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নির্ভর করবে তালেবানের অগ্রগতির ওপরেই।
১৯৯৬ সালে ক্ষমতা দখলের পর আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সেনা অভিযানের মাধ্যমে ২০০১ সালে পতন হয় তালেবানের। আগস্টের শুরুতে প্রায় ২০ বছর পর আবারও দেশটির নিয়ন্ত্রণ পায় বিদ্রোহীরা।