• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

কাবুলে মার্কিন ড্রোন হামলায় শিশুসহ নিহত ৯


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০২:৫০ পিএম
কাবুলে মার্কিন ড্রোন হামলায় শিশুসহ নিহত ৯

আফগানিস্তানের কাবুলে মার্কিন ড্রোন হামলায় ৬ শিশুসহ একই পরিবারের ৯ জন নিহত হয়েছেন। নিহতদের পরিবারের এক স্বজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

রোববার (২৯ আগস্ট) নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্সের (আইএস-কে) সন্দেহভাজন বোমা হামলাকারীকে লক্ষ্য করে এ ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। 

আল জাজিরার খবরে বলা হয়, ড্রোন হামলায় যারা নিহতদের মধ্যে দুই বছরের শিশু রয়েছে।

ওই হামলায় নিহত এক ব্যক্তির ভাই বলেন, ‘আমরা কেউ আইএসের সদস্য নই। যেখানে হামলা চালানো হয়েছে, সেটা একটি বাড়ি। সেখানে আমার ভাই তার পরিবার নিয়ে থাকত।’

হামলার প্রত্যক্ষদর্শীরা জানান, হামলায় বাড়িতে আগুন ধরে গিয়েছিল। প্রতিবেশীরা সবাই মিলে আগুন নেভানোর চেষ্টা করেন। 

এদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে বলা হয়, কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হুমকি হয়ে দাঁড়িয়েছে আইএস-কে। আত্মরক্ষার জন্য ওই হামলা চালানো হয়েছে। অবশ্য এই হামলার পর বিকেলে বেসামরিক মানুষ হতাহতের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

Link copied!