• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০, ১৯ রমজান ১৪৪৬

আবারও কাবুলে হামলার আশঙ্কা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২১, ০১:১৭ পিএম
আবারও কাবুলে হামলার আশঙ্কা

জঙ্গিগোষ্ঠী আইএসের হামলায় হামলায় শতাধিক নিহতের মাত্র তিন দিনের মধ্যেই আবারও হামলার আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানের রাজধানী কাবুলে। সোমবার (১১ অক্টোবর) যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিজ নিজ দেশের নাগরিকদের আফগানিস্তানের হোটেলগুলো এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে।

এএফপি জানায়, রাজধানীর সেরেনা হোটেলে বা তার কাছাকাছি থাকা মার্কিন নাগরিকদের অবিলম্বে এলাকা ছাড়তে অনুরোধ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। নিরাপত্তা হুমকির কারণে যেকোন হোটেল বা জনসমাগম এড়িয়ে চলতে বলছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস।

১৫ আগস্ট তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর অনেক বিদেশি নাগরিক দেশত্যাগ করেছে। তবে কিছু সাংবাদিক ও ত্রাণ সহায়তা কর্মী এখনো রাজধানী কাবুলে অবস্থান করছেন।

বিলাসবহুল সেরেনা হোটেল ব্যবসায়ী, ভ্রমণকারী ও বিদেশী অতিথিদের কাছে বেশ জনপ্রিয়। এর আগেও দুইবার তালেবানদের হামলার শিকার হয় এই হোটেলটি।

২০১৪ সালে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে চারজন তালেবান কিশোর হোটেলটিতে হামলা চালিয়ে এএফপির একজন সাংবাদিক, তার পরিবারসহ নয়জনকে হত্যা করে। এছাড়াও ২০০৮ সালে আত্মঘাতী বোমা হামলায় ছয়জন নিহত হয়।

শুক্রবার জুমার নামাজের পর একটি শিয়া মসজিদে এ বিস্ফোরণের ১০০ জনের বেশি নিহত হয়। এ হামলার দায় শিকার করে আইএসের অনুসারী স্থানীয় জঙ্গিরা। ক্ষমতা দখলের পর থেকেই এসব বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে তালেবান।

Link copied!